পাবনায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় শুরু হলো দশদিনব্যাপী পুষ্পমেলা। আজ ৮ ফেব্রুয়ারি (সোমবার) দুপুরে প্রধান অতিথি হিসেবে পুষ্পমেলার উদ্বোধন করেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
পাবনা জেলা প্রশসনের সহযোগীতায় খামার বাড়ী এবং পুস্পমেলা বাস্তবায়ন কমিটির আয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আব্দুল কাদের এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা কৃষক লীগের সভাপতি মোঃ শহীদুর রহমান শহীদ, নার্সারী মালিক আব্দুর রশিদ, আবুল কালাম প্রমুখ।
আয়োজকরা জানান, ১০ দিন ব্যাপী এ মেলায় ১৭ টি স্টল রয়েছে ।
মেলায় দেশী-বিদেশী বিভিন্ন প্রজাতির ফুল প্রদর্শনীর পাশাপাশি চারা বিক্রি করা হবে।প্রধান অতিথির বক্তব্যে সাংসদ গোলাম ফারুক প্রিন্স বলেন, সরকার ফুলচাষ সম্প্রসারণে কাজ করছে। ফুল শুধু শোভাবর্ধনই করে না বর্তমানে আমাদের অর্থনীতিতেও ভুমিকা রাখছে। আমি ফুল চাষীদের প্রনোদনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেব।
ডেস্ক / একটিভ নিউজ
আপনার মতামত লিখুন :