আজ ১০ ফেব্রুয়ারি (বুধবার) পাবনা চাটমোহর ঐতিহাসিক বালুচর খেলার মাঠে বাংলার গায়েনের চ্যাম্পিয়ন চাটমোহরের কৃতিসন্তান রাসেল মৃধাকে মেয়রের উদ্যোগে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা চাটমোহর পৌরসভার মেয়র ও চাটমোহর উপজেলার আওয়ামী লীগের সভাপতি জনাব, এ্যাড.সাখাওয়াত হোসেন সাখো,সহকারী পুৃলিশ সুপার চাটমোহর সার্কেল সজীব শাহরিন,এস এম নজরুল ইসলাম,নাজিমুদ্দিন পৌর আওয়ামী লীগ,
ইসহাক আলী মানিকসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠন।
উক্ত অনুষ্ঠানে গান পরিবেশনে ছিলেন, চাটমোহরের গর্ব চাটমোহরের কৃতিসন্তান আর টিভি বাংলার গায়েন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রাসেল মৃধা এবং বিখ্যাত লালন কন্যা শিরিন,গানরাজ, আশরাফুল, বিন্দুকণা, তাসলিমা, সাথী,আশরাফুল আলম, শিহাব ও মৌসুমি বালা।
ইসমাইল হোসেনঃ / পাবনা
আপনার মতামত লিখুন :