গাজীপুর জেলার শ্রীপুরে এএসএম কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডে অগ্নিকাণ্ডে ১ জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
গত বৃহস্পতিবার রাত পৌনে ১১টায় তার লাশ উদ্ধার করা হয়। জানাগেছে মারা যাওয়া ব্যক্তির নাম মো. আলমগীর হোসেন (৩৫)।
গতকাল বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকাল সাড়ে চারটার দিকে উপজেলার টেপিরবাড়ী গ্রামের ওই কারখানার হাইড্রোজেন পার অক্সাইড প্ল্যান্টে আগুন লাগে। ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১ শ্রমিক আহত হন।
আরো পড়ুন: বরিশালে প্রেমিকাকে বাঁচাতে বটির কোপে প্রেমিক আহত
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করে। রাত আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আরো পড়ুন: নারায়ণগঞ্জে চকলেটের লোভ দেখিয়ে খোলা মাঠে শিশু ধর্ষণ
গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে পাঁচ সদস্যের গঠিত তদন্ত কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
ডেস্ক / একটিভ নিউজ
আপনার মতামত লিখুন :