টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আজ রবিবার দুপুরে মসজিদ, মাদ্রাসা, স্কুল-কলেজ ও জনকল্যাণমূলক ২০৪টি প্রতিষ্ঠানে আর্থিক সহযোগিতার চেক বিতরণ করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ত্রাণ ও দূর্যোগ মন্ত্রণালয়ের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় এক কোটি পাঁচ লক্ষ টাকা গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন ওয়ার্ডে প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতির অনুকূলে বরাদ্দকৃত টাকার চেক প্রদান করা হয়। চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ মো: জাহিদ আহসান রাসেল এমপি।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, টঙ্গী থানা আওয়ামীলীগের সভাপতি ফজলুল হক, কাউন্সিলর নূরুল ইসলাম নূরু, কাউন্সিলর আমজাদ হোসেন ও কাউন্সিলর মামুন মন্ডল প্রমুখ।
টঙ্গী গাজীপুর প্রতিনিধি: / মোঃ জাহাঙ্গীর আকন্দ
আপনার মতামত লিখুন :