বিধবা এক নারীকে ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী ওই নারী থানায় অভিযোগ জানালে জাহাঙ্গীর আলম (৩৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
ফেনীর দাগনভূঞা উপজেলার এ ঘটনায় মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলার দক্ষিণ আলীপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার বিষয়ে পুলিশ জানায়, গত রবিবার রাত ৯টার দিকে ওই নারীর ঘরে কেউ না থাকার সুযোগে তার চাচাতো দেবর জাহাঙ্গীর সেখানে ঢুকে তাকে ধর্ষণ করেন। এ সময় তার চিৎকারে বাড়ি অন্যান্য সদস্যরা এগিয়ে এসে জাহাঙ্গীরকে আটক করলেও তিনি কৌশলে পালিয়ে যান।
আরো পড়ুন: এবার অস্ট্রেলিয়ার সংসদ ভবনে ধর্ষণ, ক্ষমা চাইলেন প্রধানমন্ত্রী
পুলিশ আরো জানায়, পরদিন সোমবার জাহাঙ্গীরকে আসামি করে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন ধষর্ণের শিকার ওই নারী।
এদিকে ঘটনার বিষয়ে ভূক্তভোগী নারী বলেন, দেড় বছর আগে প্রবাসে আমার স্বামী মৃত্যুবরণ করেন। এরপর থেকে প্রায়ই বিদেশ থেকে আমাকে মোবাইল ফোনে বিয়ের প্রলোভন দেখিয়ে আসছিলেন জাহাঙ্গীর। গত দুই মাস আগে তিনি দেশে এসে আমাকে বিয়ের প্রস্তাব দেন। রাজি না হওয়ায় আমাকে ধর্ষণ করেন।
দাগনভূঞা থানার পরিদর্শক (ওসি) ইমতিয়াজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। নির্যাতনের শিকার নারীকে পরীক্ষা-নিরীক্ষার জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
একটিভ নিউজ
আপনার মতামত লিখুন :