বগুড়া পৌরসভা নির্বাচনে বউ ও শাশুড়ি নেমেছেন সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ভোটযুদ্ধে। আগামী ২৮ ফেব্রুয়ারি পঞ্চম ধাপে এই পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবার পৌরসভাবাসীকে সিদ্ধান্ত নিতে হবে নিবার্চনে বউ জিতবেন নাকি শাশুড়ি। পারিবারিক ঝগড়া বিবাদ কলহের জেরেই শাশুড়ির বিপক্ষে দাঁড়িয়েছেন ছেলের বউ।
শাশুড়ি বাড়ির ছোটছেলে ও মেয়েকে নিয়ে আর স্বামী ও ননদকে সাথে নিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন ছেলের বৌ। এক বাড়ি থেকে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বী হওয়ায় ভোটারদের মাঝে চলছে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
জানা যায়, বগুড়া পৌরসভার ১০, ১১, ১২ নং ওয়ার্ডে সংরক্ষিত কাউন্সিলর পদে লড়ছেন তিনবারের বিজয়ী খোদেজা বেগম। কিন্তু, তার এই ধারাবাহিকতায় এবার বাগড়া দিলেন পুত্রবধূ। জমি নিয়ে বিরোধের জেরে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হয়েছেন বড় ছেলের বউ রেবেকা সুলতানা।
পর পর তিনবার নির্বাচিত কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন শাশুড়ি বর্তমান নারী কাউন্সিলর খোদেজা বেগম। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন। কিন্তু এবার একই আসনে প্রার্থী হয়েছেন তারই ছেলের বউ (পুত্রবধূ) রেবেকা সুলতানা ওরফে লিমা। খোদেজা বেগম পেয়েছেন জবা ফুল প্রতীক আর লিমা পেয়েছেন চশমা প্রতীক।
আরো পড়ুন: ভালোবাসা দিবসে ভাবিকে ধর্ষণ করল দেবর
শাশুড়ি কাউন্সিলর প্রার্থী খোদেজা বেগম বলেন, টানা ১৭ বছর ধরে আমি সাধারণ ও গরিব মানুষের পক্ষে কাজ করেছি। তাদের বিপদে-আপদে পাশে দাঁড়িয়েছি। এসব কাজ কর্মের প্রতিদান এবারও ভোটাররা তাকে দেবেন বলে তার বিশ্বাস।
কাউন্সিলর প্রার্থী পুত্রবধূ রেবেকা সুলতানা লিমা বলেন, দীর্ঘদিন তিনি ওয়ার্ডবাসীর সঙ্গে যোগাযোগ রক্ষা করে যাচ্ছেন। তাতে তিনি ব্যাপক সাড়া পেয়েছেন। নির্বাচনে জয়ের ব্যাপারে তিনি শত ভাগ আশাবাদী।
আরো পড়ুন : শরীয়তপুরে স্ত্রীকে হত্যা করে ফেসবুকের লাইভে এসে গান গাইলেন( ভিডিওসহ)
তারা দুজন ছাড়াও ৪ নম্বর ওয়ার্ডে প্রার্থী ৫ জন। এরা হলেন ফাতেমা বেগম ছন্দ (আংটি), রাবেয়া খাতুন (টেলিফোন), আফরোজা আক্তার রিমা (আনারস), বিলাসী রানী সরকার (অটোরিকশা), শাহিনুর (দ্বিতল বাস)। এ পৌরসভা নির্বাচনে মেয়র পদে চারজন ২১টি সাধারণ কাউন্সিলর পদে ১৩০ জন এবং ৭টি সংরক্ষিত নারী আসনে ৫০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ডেস্ক / একটিভ নিউজ
আপনার মতামত লিখুন :