মসজিদে আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুয়াজ্জিন আ. আজিজ শিকদার (৫৮) মারা গেছেন।
বুধবার পিরোজপুরের ইন্দুরকানীতে মাগরিবের আজান দিতে গিয়ে মৃত্যু হয় তার।
মৃত মুয়াজ্জিন আজিজ শিকদার উপজেলা গাবগাছিয়া গ্রামের মৃত কাশেম আলী শিকদারে ছেলে। তিনি শিকদারবাড়ি জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন।
এ ঘটনার বিষয়ে স্থানীয় সূত্র জানায়, আজিজ শিকদার গাবগাছিয়া গ্রামের শিকদারবাড়ি জামে মসজিদের মুয়াজ্জিন। বুধবার মাগরিবের আজান দিতে গিয়ে মসজিদের মাইকের মাউথপিস স্পর্শ করামাত্রই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মসজিদের ফ্লোরে পড়ে যান। এরপর স্থানীয় মুসল্লিরা এসে তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ইন্দুরকানি উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক গাজী।
তিনি জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হবে।
আপনার মতামত লিখুন :