পাবনার চাটমোহরে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ফেন্সিডিল ও ইয়াবা সহ মো: সিদ্দিকুর রহমান সিদ্দিক (৫৫) ও তার সহযোগি দুই ছেলে মো: সিমুল সিদ্দিকী (৩৪), মো: সিবলু সিদ্দিকী (২৯) নামে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে চাটমোহর থানা পুলিশ। গত বুধবার (৭ এপ্রিল) দিবাগত রাত ২ ঘটিকায় উপজেলার পৌরসদরের আফ্রাত পাড়া মহল্লায় নিজ বাড়ি থেকে তাদের কে আটক করা হয়।
আরো পড়ুন: ‘শিশু বক্তা’ রফিকুলকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল র্যাব
আটককৃত মো: সিদ্দিকুর রহমান সিদ্দিক ও তার সহযোগি দুই ছেলে সিমুল সিদ্দিকী এবং সিবলু সিদ্দিকী পৌরসদরের আফ্রাতপাড়া গ্রামের বাসিন্ধা। চাটমোহর থানার ওসি মো: আমিনুল ইসলাম জানান, থানার এসআই সুব্রত কুমার, এসআই সরোয়ার, এ এসআই মো: মোস্তাফিজুর রহমান, এ এসআই আকবুল, এ এসআই সুরমান গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪০ বোতল ফেন্সিডিল ও ২৫ পিচ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী মো: সিদ্দিকুর রহমান সিদ্দিক সহ তার সহযোগি দুই ছেলে সিমুল ও সিবলু কে আটক করেন।
তাদের বিরুদ্ধে চাটমোহর থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে বলে জানান ওসি মামলা নং ১১।
ইউসুফ / একটিভ নিউজ
আপনার মতামত লিখুন :