×
  • ঢাকা
  • রবিবার, ০২ এপ্রিল, ২০২৩, ১৮ চৈত্র ১৪২৯
Active News 24

বিমানবন্দরে বিপুল পরিমাণ ইয়াবাসহ সৌদি যাত্রী আটক


একটিভ নিউজ প্রকাশিত: জুলাই ২৮, ২০২১, ১০:১১ এএম বিমানবন্দরে বিপুল পরিমাণ ইয়াবাসহ সৌদি যাত্রী আটক

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল সংখ্যক ইয়াবাসহ এ সৌদি যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

ইয়াবা ট্যাবলেটসহ আজ বুধবার (২৮ জুলাই) সকালে তাকে আটক করা হয়।

বিমানবন্দর এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক যাত্রী সৌদি আরবে যাচ্ছিলেন। সন্দেহভাজন হিসেবে তাকে তল্লাশী করা হলে তার কাছ থেকে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এসব ইয়াবা তিনি সৌদি আরবে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

এবিষয়ে বুধবার বেলা ১১ টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

রেজাউল করিম / একটিভ নিউজ