×
  • ঢাকা
  • রবিবার, ২৬ মার্চ, ২০২৩, ১১ চৈত্র ১৪২৯
Active News 24

আজ শনিবার যেসব এলাকায় ব্যাংক খোলা 


একটিভ নিউজ প্রকাশিত: জুলাই ১৭, ২০২১, ০১:৫২ পিএম আজ শনিবার যেসব এলাকায় ব্যাংক খোলা 
সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা অতি সন্নিকটে থাকায় আজ শনিবার বেশ কিছু এলাকায় ব্যাংক খোলা রাখা হয়েছে। এরআগে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের সুবিধার্থে শিল্পাঞ্চলগুলোতে ব্যাংকের কার্যক্রমের সময় নির্ধারণ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এদিকে রাজধানীর ম‌তি‌ঝিলে রফতা‌নি ও পোশাক কারখানার লেনে‌দেন ক‌রে এমন কিছু শাখাও খোলা রাখা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনামতে, গার্মেন্টস কারখানার শ্রমিকদের বেতন-বোনাস-ভাতা দেওয়ার সুবিধার্থে এদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ব্যাংকে লেনদেন হবে। লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম শেষ করার জন্য বিকাল সাড়ে ৩টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। 

এদিন ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তফসিলি ব্যাংকের তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাগুলো খোলা থাকবে।

প্রসঙ্গত, এর আগে মঙ্গলবার (১৩ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন ‘করোনাভাইরাস সংক্রমণ রোধকল্পে সরকার কর্তৃক আরোপিত বিধি-নিষেধের মধ্যে ঈদের আগে-পরে ব্যাংক লেনদেনে নতুন সময়সূচি জারি করে।

রেজাউল করিম / একটিভ নিউজ