×
  • ঢাকা
  • রবিবার, ০২ এপ্রিল, ২০২৩, ১৮ চৈত্র ১৪২৯
Active News 24

এবার মাধ্যমিকের অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত


একটিভ নিউজ প্রকাশিত: জুলাই ২৫, ২০২১, ১২:৪৮ পিএম এবার মাধ্যমিকের অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত
সংগৃহীত

মাধ্যমিক পর্যায়ের (৬ষ্ঠ থেকে নবম) এবং ২০২২ সালের মাধ্যমিক ও সমমানের পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলমান বিধিনিষেধের কারণে স্থগিত করা হয়েছে।

মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদফতরের পরিচালক প্রফেসর বেলাল হোসাইন স্বাক্ষরিত এক আদেশে শনিবার (২৪ জুলাই) রাতে এ সিদ্ধান্ত জানানো হয়।

শিক্ষা অধিদফতরের পরিচালকের স্বক্ষরিত সেই আদেশে বলা হয়, চলমান লকডাউনের কারণে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর কৃর্তক ৬ষ্ঠ থেকে নবম ও ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য চলমান অ্যাসাইনমেন্ট কার্যক্রম পরর্বতী নিদেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো। 

এদিকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক সৈয়দ মো. গোলাম ফারুক এ বিষয়ে বলেন, করোনার বিস্তার রোধে চলমান বিধিনিষেধের কারণে মাধ্যমিক শিক্ষার্থীদের চলমান অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করা হয়েছে।

প্রসঙ্গত, গত বছর মহামারি করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর ষষ্ঠ থেকে একাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে যুক্ত থাকতে অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে। করোনাকালে শিক্ষার্থীদের পড়াশোনার সাথে সম্পৃক্ত রাখতেই এমন সিদ্ধান্ত।

রেজাউল করিম / একটিভ নিউজ