করোনার কারণে সারাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের মতই দীর্ঘ ১০ মাস ধরে বন্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়। কিন্তু এবার করোনা উপেক্ষা করেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অনার্স-মার্স্টাসের চূড়ান্ত বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এদিকে পরীক্ষা দিতে এসে আবাসন নিয়ে নানা জটিলতায় পড়ছেন শিক্ষার্থীরা।
সেশনজট এড়াতে এবার অর্নাস চর্তুথ বর্ষ ও মার্স্টাস ফাইনাল পরীক্ষা নেয়া শুরু উল্লেখ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, কোভিড পরিস্থিতি বিবেচনায় হল খোলার বিষয়ের পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ড. ফারুক আহমদ বলেন, ১টা হলে পরীক্ষা হওয়ার কথা ২০০ জন শিক্ষার্থীর, সেখানে আমরা ৭ টার্মে পরীক্ষা নিচ্ছি। ছাত্রদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হয়।
আরো পড়ুন: এইচএসসির ফলাফল প্রস্তুত, বৃহস্পতিবার প্রকাশের সম্ভাবনা!
তিনি বলেন, কারো শরীরের তাপমাত্রা যদি বেশি থাকে তাহলে তার জন্য পৃথক পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেছি। পরীক্ষার খাতাগুলো আমরা কয়েকদিন রাখব তারপর সেগুলো শিক্ষকদের কাছে হস্তান্তর করব।
অন্যদিকে পরীক্ষা দিতে আসা এক শিক্ষার্থী বলেন, হলগুলো যদি খোলা থাকত তাহলে আমাদের জন্য বেশি সুবিধা হতো। এই পরিস্থিতিতে থাকার জায়গা খোঁজা এটা আসলে বেশি কষ্টকর হয়ে যায়।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. একেএম গোলাম রাব্বানী বলেন, 'করোনা পরিস্থিতি উত্তোরণের মধ্য দিয়েই হয়তো আমরা এই সংকট থেকে বেরিয়ে যাব। তখন হল খোলার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।'
ডেস্ক / একটিভ নিউজ
আপনার মতামত লিখুন :