করোনা সংক্রমণ কমাতে গত বছরের ৮ মার্চ থেকে এখনো বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। পরিস্থিতি পুরো ঠিক না হওয়ায় ঝুঁকি কমাতে এই ছুটি আবারো বাড়ানোর বিষয়ে ভাবছে শিক্ষা মন্ত্রণালয়।
আজ শনিবার (১৩ ফেব্রুয়ারি) এমনই আভাস দিয়ে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, দেশে এখনও মহামারির প্রকোপ না কমায় ছুটি বাড়ানো হচ্ছে।
এছাড়া মার্চে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হলেও তা কেবল এসএসসি ও এইচএসসি শিক্ষার্থীদের জন্য খোলা হবে বলেও জানান শিক্ষা মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা।
আরো পড়ুন: দেশে ফিরলেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ
এ বিষয়ে আজ রাতে রাতে বা রোববার (১৪ ফেব্রুয়ারি) সকালে ঘোষণা আসতে পার বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের।
এদিকে উচ্চশিক্ষা স্তরে স্বাস্থ্যবিধি মেনে অনার্স ও মাস্টার্সের চূড়ান্ত পরীক্ষা নিতে অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
একটিভ নিউজ
আপনার মতামত লিখুন :