×
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯
Active News 24

পরীমণির বাসায় র‍্যাবের অভিযান


একটিভ নিউজ প্রকাশিত: আগস্ট ৪, ২০২১, ০৪:৪৮ পিএম পরীমণির বাসায় র‍্যাবের অভিযান

চিত্রনায়িকা পরীমণির বাসায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালাচ্ছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা। 

পরিমণির বনানীর লেক ভিউ ১৯/এ নম্বর রোডের ১২ নম্বর বাড়িতে আজ বুধবার (৪ আগস্ট) বিকেলের দিকে এ অভিযান শুরু হয়। বিষয়টি দেশের প্রথমসারির এক গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন। 

এ বিষয়ে খন্দকার আল মঈন বলেন, সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে চিত্রনায়িকা পরীমণির বাসায় র‍্যাব অভিযান পরিচালনা করছে। অভিযান শেষে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

প্রসঙ্গত, এর আগে ফেসবুক লাইভে এসে পরীমণি অভিযোগ করেন, তার বাসায় ‘বিভিন্ন পোশাকে’ লোকজন এসে ফ্ল্যাটের দরজা খুলতে বলছেন। কিন্তু তিনি দরজা খুলতে ভয় পাচ্ছেন। এজন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

রেজাউল করিম / একটিভ নিউজ