×
  • ঢাকা
  • রবিবার, ০২ এপ্রিল, ২০২৩, ১৮ চৈত্র ১৪২৯
Active News 24

পরীমনিকে র‌্যাব সদরদফতরে নেয়া হচ্ছে


একটিভ নিউজ প্রকাশিত: আগস্ট ৪, ২০২১, ০৯:০৫ পিএম পরীমনিকে র‌্যাব সদরদফতরে নেয়া হচ্ছে
সংগৃহীত

নায়িকা পরীমনিকে রাজধানীর বনানীর বাসা থেকে বিপুল পরিমাণ মাদকসহ আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদরদফতরে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে নিয়ে যাওয়ার পর তার বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে।

পরীমনিকে বুধবার (৪ আগস্ট) রাত ৮টা ১০ মিনিটে তার বাসা থেকে বের করে একটি সাদা মাইক্রোবাসে র‌্যাব সদরদফতরের দিকে নিয়ে যাওয়া হয়।

প্রসঙ্গত, আজ বিকেল ৪টায় ভ্রাম্যমাণ আদালতের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পরীমনির বাসায় অভিযান শুরু করেন র‌্যাবের গোয়েন্দা দলের সদস্যরা। এরপর সন্ধ্যার কিছুক্ষণ আগে বাসা তাকে আটক করা হয়।

র‌্যাবের গোয়েন্দা দলের একজন শীর্ষ কর্মকর্তা এ বিষয়ে জানান, পরীমনির বাসায় বিপুল পরিমাণ মাদক-ইয়াবা-সোনার বার পাওয়া গেছে, তাকে হেফাজতে নেয়া হয়েছে। তাকে র‌্যাবের সদরদফতরে নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের ব্রিফ করা হবে।

রেজাউল করিম / একটিভ নিউজ