×
  • ঢাকা
  • মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ৬ চৈত্র ১৪২৯
Active News 24

এবার রাজ মাল্টিমিডিয়ার নজরুল রাজের বাসায় অভিযান


একটিভ নিউজ প্রকাশিত: আগস্ট ৪, ২০২১, ০৯:২৪ পিএম এবার রাজ মাল্টিমিডিয়ার নজরুল রাজের বাসায় অভিযান

এবার রাজ মাল্টিমিডিয়ার সত্বাধিকারী নজরুল ইসলাম রাজের (নজরুল রাজ) বনানীর বাসায় অভিযান চালাচ্ছে র‍্যাব। 

রাজধানীর বনানীর ওই বাসায় আজ বুধবার রাতে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

প্রসঙ্গত, পরীর প্রথম ছবি ভালোবাসা সীমাহীন-এর প্রযোজক ছিলেন এই নজরুল ইসলাম রাজ। তিনি প্রযোজনার পাশাপাশি অভিনয়ও করে থাকেন। তার হাত ধরেই সিনেমায় নাম লেখান পরী।

উল্লেখ্য, এর আগে, আজ সন্ধ্যায় বাংলা চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণির বাসায় প্রায় ৪ ঘণ্টা র‌্যাবের অভিযানের পর রাত সাড়ে ৮টার দিকে তাকে করে আটক র‌্যাব-১ এর সদরদফতরে নিয়ে যাওয়া হয়। এ অভিযানে তার বাসা থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। 

রেজাউল করিম / একটিভ নিউজ