বিনোদন দুনিয়ার কাজ ছেড়ে ইসলামের পথে ফিরে মুফতিকে বিয়ে করে বেশ আলোচনায় রয়েছেন বলিউড অভিনেত্রী সানা খান।
সম্প্রতি গুজরাটের মাওলানা আনাস খানকে বিয়ে করেন তিনি।
বিয়ের পর সামাজিক মাধ্যমে স্বামীর সঙ্গের বিভিন্ন মুহূর্ত শেয়ার করছেন তিনি। জানাচ্ছেন নানান অভিজ্ঞতার কথা। বিয়ের পর সানা খান উপলব্ধি করেছেন, হালাল ভালোবাসা অনেক সুন্দর। এবং এটি আগে বুঝতে পারেননি বলেও জানিয়েছেন তিনি।
ইনস্টাগ্রামে স্বামীর সঙ্গে ছবি পোস্ট করে সানা লেখেন, কখনও ভাবিনি হালাল ভালবাসা এত সুন্দর হতে পারে! তোমায় বিয়ে করার পর অনুভব করেছি।
সব হালাল কাজেই পুণ্য হয়।
তার আগে ইনস্টাগ্রামে মেহেদি পরা হাতের ছবি দিয়েছেন সানা লেখেন, আমার ভালোবাসা পবিত্র না হলে এত চড়া মেহেদির রং আসত না।
সানা জানান, আল্লাহর জন্যই একের অপরকে তারা ভালোবেসেছেন। আল্লাহর জন্য শাদিও করেছেন। এই দুনিয়ায় আল্লাহ তাদের একসঙ্গে রাখুন। জান্নাতেও যেন আবার মিলিয়ে দেন।