সব জায়গার মতো ছোট পর্দার অভিনেতা-অভিনেত্রীদের উপরেও পড়েছে করোনার থাবা। বেশ কিছুদিন আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন তাহসান ও অপূর্ব। এবার তাদের পর স্ত্রীসহ করোনা আক্রান্ত হলেন তৌসিফ মাহবুব।
তৌসিফ মাহবুব নিজেই তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে মঙ্গলবার (১ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন।
পোস্টে তৌসিফ মাহবুব বলেছেন, তার স্ত্রী অনেক অসুস্থ। শুধু স্ত্রী না, শ্বশুরবাড়ির সবাই অসুস্থ। সেই সঙ্গে তিনিও অসুস্থ।
এসময় স্ত্রীর হাসপাতালে ভর্তির একটি ছবি দিয়ে সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তৌসিফ।
প্রসঙ্গত, গত ২ নভেম্বর করোনা আক্রান্ত হন অপূর্ব। এতে তার শারিরীক অবস্থার ব্যাপক অবনতি হয়। শেষ পর্যন্ত করোনা জয় করে বুধবার (১১ নভেম্বর) হাসপাতাল ছেড়ে বাসায় ফেরেন।
এছাড়াও করোনা আক্রান্ত হয়েছিলেন অভিনেতা তাহসান, আজিজুল হাকিম, চিত্রনায়িকা পলি, তানজিন তিশা ও পরিচালক মোহাম্মদ মোস্তফা কামাল রাজ।