বিখ্যাত অভিনেতা কামাল হাসান এবং সারিকা ঠাকুরের মেয়ে শ্রুতি হাসান। শুধু তাই নয় বলিউডেও বেশ জনপ্রিয় অভিনেত্রী তিনি। অভিনয়ের আগে থেকেই গান গাইতেন এই অভিনেত্রী।
তার অভিনয়ে বরাবরেই ছিল ছিপছিপে শরীর! এরপাশে রয়েছে তার দারুণ অভিনয় ও আর নাচ। একেবারে ত্রি-নন্দিত কামাল হাসানের মেয়ে বলি অভিনেত্রী শ্রুতি হাসান।
পরিবারের রক্তের মধ্যে রয়েছে অভিনয়। আর এ কারণেই ছোট বয়স থেকেই অভিনয়ের পাশাপাশি গানও গাইতেন তিনি।
এছাড় বিদেশি টেলিভিশন সিরিজে কাজ করেছেন শ্রুতি। ২০১৬ সালে মার্কিন সিরিজ ট্রেডস্টোনে অভিনয় করেন শ্রুতি।