হইচইয়ের জনপ্রিয় ওয়েবসিরিজ ‘দুপুর ঠাকুরপো’য় দেখা যাবে ফ্লোরা সাইনিকে। এর আগে গন্দি বাত, মেইড ইন ইন্ডিয়ার মতো ওয়েবসিরিজে দেখা গিয়েছে ৪০ বছরের এ অভিনেত্রীকে।
হিন্দি ওয়েবসিরিজের দর্শকরা সকলেই ফ্লোরার সাথে পরিচিত। ‘গন্দি বাত’ এ অত্যন্ত সাহসী ও খোলামেলা দৃশ্যে অভিনয় করেছেন ৪০ বছরের এ অভিনেত্রী। তাই সহজেই অনুমেয়, তৃতীয় পর্বে আরও চটুল ও উদ্দীপক হতে চলেছে দুপুর ঠাকুরপো।
আরো পড়ুন: কাস্টমার কেয়ার ম্যানেজার হলেও থাকেন কোটি টাকার ফ্লাটে
এদিকে তৃতীয় পর্বে ঠাকুরপোদের চরিত্র অভিনয় করছেন জোজো, পলাশ চতুর্বেদী, অনিরুদ্ধ গুপ্ত, ঋত্বিক মুখোপাধ্যায়, সর্বোজয় দে, অয়ন ভট্টাচার্য, সৌম্য ভট্টাচার্য, জয়প্রকাশ পাল ও অভিজিত্ গুহ।
জানা গেছে, গ্রামে সিধাসাধা মেয়ে পুলওয়াকে নিয়ে ঠাকুরপোদের কীর্তিকলাপ দেখা যাবে তৃতীয় পর্বে।
এর সঙ্গে যোগ হবে বিধবা বাড়ির মালিক চপলার চাপল্য।
আরো পড়ুন: ১৪ জনের সাথে শারীরিক সম্পর্ক স্ত্রীর, ক্ষতিপূরণ দাবি স্বামীর
প্রসঙ্গত, ওয়েবসিরিজটি পরিচালনা করেছেন শুভ প্রামাণিক। সংগীতের দায়িত্বে অম্লান চক্রবর্তী।