সাইফ-কারিনার ঘর আলো করে আসতে চলেছে নতুন মুখ। আর কারিনা একের পর এক ছবি শেয়ার করে সেই খবরাখবরই দিয়ে যাচ্ছেন। এদিকে গর্ভবতী অবস্থাতেই একের পর এক শ্যুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন করিনা কাপুর খান।
গল্পটা এমন, দ্বিতীয়বার মা হতে চলেছেন কারিনা ৷ পরের বছর মার্চ মাসেই দ্বিতীয় সন্তান জন্ম দেবেন তিনি৷ এদিকে তৈমুরের পর নতুন সন্তান নিয়ে বেশ উৎসাহী করিনা ও সইফ দু’জনেই, তাই প্রতিদিনই নতুন নতুন প্ল্যানের কথা খবরে আসছে ৷
আরো পড়ুন: এবার আমেরিকা কাঁপাচ্ছেন লাদেনের ভাতিজি!
জানা গেছে, তৈমুরের পর এই নতুন সন্তানের নাম নিয়ে কারিনা ও সইফ একেবারে বিতর্ক এড়িয়ে চলছে।