শীঘ্রই আসছে বর্তমান সময়ের তরুণ উদীয়মান কন্ঠশিল্পী লিমন মাহমুদেরর নতুন গান 'তোমার লাগি পেটটা পুড়ে'। এটি কিশোরগঞ্জের আঞ্চলিক ভাষায় গান। এ গানটি লিখেছেন জাহাঙ্গীর আলম জাহান, মিউজিক করেছেন মোহাম্মদ পিয়াস এবং সুর করেছেন কণ্ঠশিল্পী নিজেই। গানটি ৩১ শে ডিসেম্বর বিকেল ৫টায় প্রযোজনা প্রতিষ্ঠান জি.এম.এস অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিও আকারে প্রকাশ করা হবে বলে লিমন মাহমুদ জানান।
আরো পড়ুনঃ যেসব কথা হয়েছে তাহসান-মিথিলার
কন্ঠশিল্পী লিমন মাহমুদ একটিভ নিউজকে বলেন, এ গানটির কথা, সুর, মিউজিক ও ভিডিও খুবই ভালো হয়েছে। অসাধারণ এই আঞ্চলিক ভাষার গানটি দর্শক-শ্রোতাদের অবশ্যই ভালো লাগবে। আরো বেশ কিছু নতুন গান ভক্ত শ্রোতাদের জন্য উপহার দিতে যাচ্ছি।
সবাই দোয়া করবেন।