ঢালিউডের রোমিও খ্যাত বাপ্পী আর অপু বিশ্বাসের প্রেমের সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরেই গন্জন চলছে ফিল্মপাড়ায়।
এ নিয়ে বেশ কয়েকদিন নিরব থাকলেও এবার মুখ খুলেছেন বাপ্পী। তিনি জানিয়েছেন, অপুর সঙ্গে প্রেমের খবরটি সম্পূর্ণ মিথ্যা। এ চটকদার খবরটি সাংবাদিকরা ছড়িয়েছে বলে তার অভিযোগ।
আরো পড়ুন: 'বক্ষ' বড় করতে গিয়েই মারা গেলেন অভিনেত্রী
বাপ্পী বলেন, ‘এটা সম্পূর্ণ মিথ্যা কথা। চটকদার খবরের জন্য সাংবাদিকরা অপু বিশ্বাসের সঙ্গে আমার প্রেমের গুঞ্জন রটিয়েছেন। তিনি আমার দিদির মতো।
তার সঙ্গে প্রেমের তো প্রশ্নই ওঠে না। তবে সহশিল্পীর মধ্যে যে ধরনের ভালোবাসার সম্পর্ক থাকতে হয়, সেই সম্পর্ক আছে তার সঙ্গে আমার।’
তবে তার পরিবার থেকে মেয়ে দেখা হচ্ছে এবং পাত্রী পছন্দ হলেই বিয়ের কাজ সেরে ফেলবেন কবলেও জানান তিনি।