নতুন বছর উপলক্ষে ১লা জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে সিলেট ছাতকের গান। এ গানটি গেয়েছেন কন্ঠশিল্পী আলী ইনছান এবং কথা ও সুর এ শিল্পীরই। এ গানে মিউজিক করেছেন কামরুল ইসলাম, ভিডিও তে অভিনয় করেছেন আলী ইনসান দিলোয়ার ইসলাম ও রিমা। এটির কথা ও ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে সিলেট বিভাগের একমাত্র শিল্পনগরী ছাতক উপজেলার সুরমা নদী, লাফার্জ সিমেন্ট কোম্পানি, ছাতক সিমেন্ট কোম্পানি, পেপার মিল,আকিজ কম্পানি, রেলওয়ে এবং মানিকপুরের লেচু বাগান নৌয়ারাই বাজার, কমলা লেবুর সিলেটের বিখ্যাত সাত করা সহ বালু পাথর এর মিল কারখানা এবং ছাতক পৌর ভবন গানের মাধ্যমে তুলে ধরা হয়েছে।
আরো পড়ুন: এএস মিউজিক স্টেশন থেকে আসছে 'স্বার্থপর'
কন্ঠ শিল্পী আলী ইনছান একটিভ নিউজকে বলেন, দ্বিতীয়বারের মতো গানের মাধ্যমে আমার জন্মভূমি ছাতক উপজেলার সবকিছু তুলে ধরতে সক্ষম হয়েছি। আশা;করি শ্রোতাদের ভাল লাগবে। সবার জন্য আরো ভালো ভালো গান নিয়ে আসবো।
সবার দোয়া ও ভালোবাসা চাই।