সড়ক দুর্ঘটনায় মারা গেছেন তরুণ অভিনেত্রী আশা চৌধুরী (ইন্নানিল্লাহি... রাজিউন)। গতকাল (৪ঠা জানুয়ারি) দিবাগত রাতে রাজধানীর দারুস সালাম এলাকায় তিনি সড়ক দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারান। বিষয়টি নিশ্চিত করেছেন নাট্যনির্মাতা রোমান রুনি।
রোমান রুনি জানান, ‘সোমবার রাতে শুটিং থেকে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আশার মৃত্যু হয়েছে। বর্তমানে তার মরদেহ একটি হাসপাতালের মর্গে রাখা আছে।’
আরো পড়ুন: টানা ১১ বছর প্রেমের পর নিজের বোনকে বিয়ে
আশা সর্বশেষ কোন নাটকে অভিনয় করছিলেন, তা এখনো বিস্তারিত জানা যায়নি।
তার মৃত্যুতে শোক প্রকাশ করে জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন ফেসবুকে লিখেছেন, ‘আমার ২০২১ সালের শুরুর কাজটি ছিল ১, ২ তারিখ।
যেখানে আশা চৌধুরী নামে এই মেয়েটি অভিনয় করেছেন। তারমানে দু’দিন আগেই কাজ করেছি একসঙ্গে। সড়কদুর্ঘটনায় আশা চিরতরে আমাদের ছেড়ে চলে গেলেন!’
আরো পড়ুন: স্বামীকে তালাক দিয়ে ছেলেকে বিয়ে করলেন অন্তসত্ত্বা সৎ মা!
আশা চৌধুরী ছোটপর্দায় নাম লেখান শিহাব শাহীনের ‘একদিন সোফিয়া’ টেলিফিল্মের মাধ্যমে। তারপর থেকেই শোবিজে নিয়মিত কাজ করেছেন এই অভিনেত্রী। সম্প্রতি আশা অভিনয় করেছেন রোমান রুনির ‘দ্য রিভেঞ্জ’ ও ‘এক ফালি রোদ’, জয় সরকারের ‘ওল্ড ইজ গোল্ড’, কামরুজ্জামান পুতুলের টেলিছবি ‘স্বপ্নে বিভোর বাবা’সহ বেশ কিছু নাটকে।