কিংবদন্তি ব্যান্ড তারকা, ফিডব্যাকের প্রধান সদস্য ফুয়াদ নাসের বাবু হার্ট অ্যাটাক করে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর ইউনিভার্সেল হাসপাতালে ভর্তি হয়েছেন ।
বিষয়টি নিশ্চিত করে সঙ্গীত পরিচালক ফরিদ আহমেদ জানান, ফুয়াদ নাসের বাবু বর্তমানে হাসপাতালের সিসিউইতে চিকিৎসাধীন আছেন।
আরো পড়ুন: সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অভিনয়শিল্পী
ফরিদ আহমেদ আরো জানান, শুক্রবার (৯ জানুয়ারি) রাত ১১টার দিকে রাজধানীর বনশ্রীতে নিজের বাসায় অসুস্থ হয়ে পড়েন ফুয়াদ নাসের বাবু। এরপর স্বজনরা তাকে হাসপাতালে নিলে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান যে তার হার্ট অ্যাটাক হয়েছে।
এ অবস্থায় দ্রুত তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিউই) ভর্তি করা হয় বলেও জানান তিনি।