পরিচালক অনন্য মামুন ও অভিনেতা শাহিন মৃধার জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। এর আগে সিনেমার সংলাপে পুলিশকে হেয় করার অভিযোগে পর্নোগ্রাফি আইনে করা মামলায় গ্রেফতার করা হয় তাদের।
শুনানি শেষে সোমবার তাদের জামিনের আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমান।
পরিচালক অনন্য মামুনের স্ত্রী নাজিয়া আফরিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আরো পড়ুন: মুক্তি পেতেই রেকর্ড ভাঙলো ‘কেজিএফ ২’ টিজার (ভিডিও)
সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ আদালতে অনন্য মামুন ও শাহীন মৃধার পক্ষে জামিন শুনানি করেন আইনজীবী সাইদুর রহমান মানিক। এর বিপরীতে রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। এরপর উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আদেশ দেন।
এর আগে, নবাব এলএলবি সিনেমায় পুলিশকে নিয়ে অশালীন সংলাপের অভিযোগে পর্নোগ্রাফি আইনে গত ২৪ ডিসেম্বর রাতে অনন্য মামুন ও শাহীন মৃধাকে গ্রেফতার করে পুলিশ।
একটিভ নিউজ
আপনার মতামত লিখুন :