গতকাল রবিবার (২১ ফেব্রুওয়ারি) সন্ধ্যা থেকে জমজমাট ছিলো ‘বিগ বস ১৪’-র মঞ্চ ও প্রতিযোগীদের ঘর। এক এক করে তারকারা উপস্থিত হন রিয়্যালিটি শো-তে। মাধুরী দীক্ষিত এসে প্রতিযোগীদের বিগ বস যাত্রা সম্পর্কে কথা বলেন। পরে বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রর উপস্থিতিতে জৌলুস বাড়ে ‘বিগ বস’-এর।
তারকা অতিথিদের একজন নোরা ফাতেহিও। তাঁর নাচ দর্শকদের মোহিত করে রাখে। সঞ্চালক সালমান খানও এগিয়ে এলেন নাচতে। ব্লেজার খুলে নাচতে শুরু করলেন ভাইজান।
আরো পড়ুন: তাহসানের গান যাচ্ছে সৃজিতের সিনেমায়!
শুয়ে নাচতে নাচতে সিড়ি দিয়ে মঞ্চের বাইরে চলে যান সালমান নোরা একপর্যায়ে থেমে গেলেও। ভিডিওটি নেটমাধ্যমে পোস্ট হতেই নিমেষেই ভাইরাল হয়ে যায়।
‘বিগ বস ১৪’-র কাহিনি সব মিলিয়ে বেশ জমজমাট রূপে শেষ হল। রাত প্রায় সাড়ে ১০টা নাগাদ জয়ীর নাম ঘোষণা করা হয়। জয়ের পর রুবিনা দিলায়ক ইনস্টাগ্রামে একটি ভিডিও করে কৃত়জ্ঞতা জানিয়েছেন তার অনুরাগীদের।
একটিভ নিউজ
আপনার মতামত লিখুন :