‘মোর রিক্সাত এলা কাইয়ো চড়বের চায় না বাহে’
মোর রিক্সাত এলা কাইয়ো চড়বের চায় না বাহে। মুই বুইড়া মানুষ, শরীরে শক্তি কমি গেইছে, জোড়ে রিক্সা চালাইতে পারি না। তাই আমার রিক্সায় কেউ চড়বের চায় না। সগাই সবল রিক্সাওয়ালা খোঁজে বাহে! কথা গুলো বলছিলেন কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দেওয়ানের খামার গ্রামের বাসিন্দা বয়সের ভাড়ে নুয়ে পড়া বৃদ্ধ রিক্সাচালক আনিছুর রহমান।
বৈদ্যুতিক