×
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯
Active News 24

অস্ট্রেলিয়া ক্রিকেট দল ঢাকায়


একটিভ নিউজ প্রকাশিত: জুলাই ২৯, ২০২১, ০৬:০১ পিএম অস্ট্রেলিয়া ক্রিকেট দল ঢাকায়
সংগৃহীত

অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় এসে পৌঁছেছে।  

অজিরা আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। সেখান থেকে সরাসরি টিম হোটেলে উঠবে সফরকারীরা।

এর আগে একইদিন সকাল ৯টা ১৫ মিনিটে জিম্বাবুয়ে সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

প্রসঙ্গত, আগামী ৩ আগস্ট থেকে অস্ট্রেলিয়া বিপক্ষে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

রেজাউল করিম / একটিভ নিউজ