বাংলাদেশ সফরে আসা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আগামী সেপ্টেম্বর-অক্টোবরে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা থাকলেও এ সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই স্থগিত হয়ে গেল সফরটি।
এদিকে সফর বাতিলের সিদ্ধান্ত আসায় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে বাংলাদেশ ও ইংল্যান্ডের সমান তিনটি ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা থাকলেও আপাতত সেটি হচ্ছে না।
এ বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট ভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো।
প্রসঙ্গত, অক্টোবরে পাকিস্তানেও যাওয়ার কথা ছিল ইংল্যান্ডের। এবার ওই সফরের ভবিষ্যৎও অনিশ্চিত হয়ে গেছে। তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
রেজাউল করিম / একটিভ নিউজ
আপনার মতামত লিখুন :