×
  • ঢাকা
  • রবিবার, ০২ এপ্রিল, ২০২৩, ১৮ চৈত্র ১৪২৯
Active News 24

নিউজিল্যান্ড ক্রিকেট দল ঢাকায় 


একটিভ নিউজ প্রকাশিত: আগস্ট ২৪, ২০২১, ১২:৩৭ পিএম নিউজিল্যান্ড ক্রিকেট দল ঢাকায় 
সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে অংশ নিতে নিউজিল্যান্ড ক্রিকেট দল এরইমধ্যে ঢাকায় পৌঁছেছে। 

সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আজ মঙ্গলবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তারা।  বিমানবন্দর থেকে সরাসরি হোটেলে চলে যাবেন তারা। 

এদিকে বাংলাদেশ দলের ক্রিকেটাররাও হোটেলে উঠছেন আজ। তাদেরও তিন দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। প্রথমদিনেই হবে করোনা পরীক্ষা। 

গতকাল সোমবার বাংলাদেশ দলের ক্রিকেটারদের দুদিনের হোম কোয়ারেন্টিন শেষ হয়েছে। মঙ্গলবার থেকে তারা হোটেলে কোয়ারেন্টিন শুরু করবেন। ৫০ জন থাকবেন হোটেল কোয়ারেন্টিনে। 

অন্যদিকে পরিবারের সঙ্গে সময় কাটাতে ছুটিতে যুক্তরাষ্ট্রে যাওয়া সাকিব আল হাসানেরও দেশে ফেরার কথা রয়েছে আজ। 

রেজাউল করিম / একটিভ নিউজ