ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন সাকিব আল হাসান। সেই চোটে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই ছিটকে পড়লেন বিশ্বসেরা অলরাউন্ডার।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড সূত্রে এমনটাই জানা গেছে। রোববার নাম প্রকাশ না করার শর্তে ওই সূত্র জানায়, 'সাকিবের হামস্ট্রিংয়ের চোট সেরে ওঠেনি। ফলে দলের পরের দুই ম্যাচে তার খেলার সম্ভাবনা নেই। কাল-পরশু হোটেল ছাড়বেন তিনি। এরপর সংযুক্ত আরব আমিরাত থেকে তিনি যাবেন যুক্তরাষ্ট্রে, পরিবারের কাছে। '
গত শুক্রবার উইন্ডিজের বিপক্ষে খেলার সময় চোট পেয়েছিলেন সাকিব। তবে চোট নিয়েই ব্যাট ওপেন করতে নামেন তিনি। যদিও ব্যাট হাতে খুব একটা সুবিধা করতে পারেননি তিনি। দলও ক্যারিবীয়দের কাছে ৩ রানে হেরে যায়।
উইন্ডিজ ম্যাচের পর সাকিবকে বিসিবির মেডিক্যাল টিমের অধীনে পর্যবেক্ষণে রাখা হয়। পর্যবেক্ষণ শেষে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়ার কথা ছিল। এখন জানা গেল, বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন তিনি। যদিও এই খবর আনুষ্ঠানিকভাবে আইসিসিকে এখনও জানায়নি বিসিবি।
ফাহিম / একটিভ নিউজ
আপনার মতামত লিখুন :