×
  • ঢাকা
  • মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ৬ চৈত্র ১৪২৯
Active News 24

ব্যাটারদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান মাহমুদউল্লাহর


একটিভ নিউজ প্রকাশিত: নভেম্বর ২০, ২০২১, ০৭:৩০ পিএম ব্যাটারদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান মাহমুদউল্লাহর
সংগৃহীত

পাকিস্তানের কাছে সিরিজের ২য় টি-২০তে বাংলাদেশের হার। সিরিজ নিশ্চিত করলো সফরকারী পাকিস্তান। মিরপুর শেরে-ই-বাংলায় শনিবার (২০ নভেম্বর) ৮ উইকেটের বড় ব্যবধানে হারে বাংলাদেশ। আর এই হারে এক ম্যাচ হাতে থাকতেই ২-০ ব্যবধানে সিরিজ খোয়াল স্বাগতিকরা।

এদিন প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটিং ব্যর্থতায় নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ২ উইকেট হারিয়ে ও ১১ বল বাকি থাকতে জয় নিশ্চিত করে পাকিস্তান।

ম্যাচ শেষে অবশ্য বাংলাদেশ অধিনায়ক দলের ব্যাটারদের আরও দায়িত্বশীল হওয়ার আহবান জানালেন। তিনি বলেন, ‘আমার মনে হয় আমাদের মতো দলে ১৫ ওভার অবধি সেট ব্যাটার দরকার, আমরা সেটা করতে পারিনি। ছেলেরা অনুশীলনে প্রচুর ঘাম ঝরিয়েছে, ম্যাচে তারা সুযোগ তৈরি করেছে, তবে মিস হয়েছে। আমাদের শেষ পাঁচ-ছয় মাস বোলাররা, পেস ও স্পিনে অসাধারণ করেছে। আমাদের ব্যাটিংয়ে আরও উন্নতি করতে হবে। ’

আগামী সোমবার সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে একই ভেন্যুতে মুখোমুখি হবে দুদল।

ফাহিম / একটিভ নিউজ