ফরচুন বরিশালের সঙ্গে বাঁচা মরার লড়াইয়ে মাঠে নামে বেক্সিমকো ঢাকা। কিন্তু এ ম্যাচে ঢাকার অধিনায়ক মুশফিকুর রহিমকে সতীর্থদের সঙ্গে উত্তেজিত আচরণ করতে দেখা গেছে। এমনকি মেজাজ হারিয়ে স্পিনার নাসুম আহমেদকে মারতে দুইবার হাতও উঠেছিল তার।
আর এ কারণেই আজ সকালে মুশফিক সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে এমন হবে না বলেও প্রতিজ্ঞা করেন। নাসুমও এক বিবৃতিতে বিষয়টি নিয়ে আলোচনা থামাতে বলেছেন। তবে শাস্তি এড়াতে পারেননি মুশফিক।
আরও পড়ুন: পুত্রবধূর সাথে “বিশেষ মুহূর্তে” ধরা শ্বশুড়, পিটিয়ে মেরেই ফেললেন শাশুড়ি
বিসিবির কোড অব কনডাক্ট অনুযায়ী, মুশফিককে ম্যাচ ফি'র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে।
সেইসঙ্গে তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরেটি পয়েন্ট। বিসিবির কোড অব কনডাক্ট (২.৬) অনুযায়ী এটা একটা লেভেল ১ অপরাধ।