আলোচনা-সমালোচনা যেন পিছু ছাড়েনা অলরাউন্ডার সাকিব আল হাসানের। এবারে তেমনটাই ঘটল। নতুন করে আবারো সমালোচনা শুরু হল এই টাইগারকে ঘিরে। কারণ টাকার ঝনঝনানি আর গ্ল্যামারে ঠাসা ক্রিকেটের আসর আইপিএলকে বেছে নিয়ে শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন না সাকিব।
নিষেধাজ্ঞার কারণে দীর্ঘদিন ক্রিকেটের বাইরে ছিলেন সাকিব। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ সিরিজের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন তিনি। ফিরেই নতুন আলোচনার জন্ম দিয়ে আইপিএলে অংশ নিতে শ্রীলঙ্কার বিপক্ষে অনুষ্ঠিত টেস্ট সিরিজ থেকে ছুটি চেয়ে বিসিবির কাছে আবেদন করেন সাকিব।
আরো পড়ুন: রিকশার চাকা গর্তে, মায়ের সামনেই পড়ে গিয়ে মারা গেল শিশু!
এদিকে বিসিবি সেই ছুটি মঞ্জুর করে সাকিবকে আইপিএল খেলার অনুমতি দিয়েছে। যার ফলে শ্রীলঙ্কার বিপক্ষে অনুষ্ঠিত দুই টেস্টে থাকছেন না সাকিব আল হাসান।
এর আগে নিষেধাজ্ঞা চলাকালীন সাকিব গত বছর অংশ নিতে পারেননি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএলে। এবার আর সে সুযোগ হাতছাড়া করতে চাননা তিনি।
প্রসঙ্গত, এপ্রিলে শ্রীলঙ্কার বিপক্ষে দু'টি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে।
একটিভ নিউজ
আপনার মতামত লিখুন :