×
  • ঢাকা
  • মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ৬ চৈত্র ১৪২৯
Active News 24

কালোজিরাতেই ঘায়েল হবে করোনা!


একটিভ নিউজ প্রকাশিত: আগস্ট ৯, ২০২১, ০৪:৫১ পিএম কালোজিরাতেই ঘায়েল হবে করোনা!
সংগৃহীত

কালোজিরা অতিসাধারণ একটা মসলা হলেও এর গুন অতুলনীয়। এটা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারি। এবার এই কালোজিরাই করোনার ওষুধ হতে পারে বলে গবেষণায় উঠে এসেছে।

সিডনির একটি গবেষণার সমীক্ষায় এ বিষয়ে বলা হয়, এতে থাইমোকুইনোন নামে একটি উপাদান রয়েছে, যা করোনাভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে।

প্রসঙ্গত, উত্তর আমেরিকা ও পশ্চিম এশিয়ার নানা দেশে বছরের পর বছর ধরে সংক্রামক অসুখ কমানোর জন্য ব্যবহৃত হয়ে আসছে কালোজিরা। উচ্চরক্তচাপ, অ্যালার্জি, ত্বকের সংক্রমণ কমাতেও কালোজিরের ভূমিকা অব্যর্থ।

গবেষণার সমীক্ষায় আরো বলা হয়েছে, কালোজিরার থাইমোকুইনোন নামে উপাদানটি করোনাভাইরাসের স্পাইক প্রোটিনের সঙ্গে আটকে যায়, ফলে ভাইরাসটি ফুসফুসে সংক্রমণ ঘটাতে পারে না।

সমীক্ষায় বলা হয়, করোনা রোগীদের ক্ষেত্রে সবচেয়ে বিপজ্জনক যে ‘সাইটোকাইন স্টর্ম’, সেটিও আটকে দিতে পারে কালোজিরা। সেই কারণেই করোনা চিকিৎসায় আশার আলো দেখাচ্ছে কালোজিরা।

এরপরেও কিছু সমস্যা রয়ে গেছে। তবে বিজ্ঞানীরা বলছেন, ওষুধ তৈরির উন্নত পদ্ধতি ব্যবহার করে এই সমস্যা কাটানো সম্ভব।

রেজাউল করিম / একটিভ নিউজ