জনপ্রিয় অনলাইন ভিডিও স্ট্রিমিং ইউটিউবের সার্ভার ডাউন থাকায় বাংলাদেশিরা ঢুকতে পারছে না। সোমবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে ইউটিউবে প্রবেশ করতে পারছে না ব্যবহারকারীরা।
ব্যবহারকারীরা ভিডিও দেখতে পারছে না। ব্যবহারকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বারবার এই বিষয়ে অভিযোগ জানাচ্ছিলেন। তবে এই বিষয়ে ইউটিউব কৃতপক্ষ কিছু জানায়নি।
জিমেইল, ইউটিউবসহ বিশ্বব্যাপী প্রতিষ্ঠানটির বিভিন্ন সেবা বন্ধ হয়ে গেছে। জিমেইল ব্যবহারকারীরা ‘টেম্পারারি এরর’ মেসেজ পাচ্ছেন।
ইউটিউবেও মেসেজ আসছে সামথিং ওয়েন্ট রং...জিমেইলসেবা বন্ধ থাকার কারণে ক্ষমা চাচ্ছে গুগল।
তবে গুগল সার্চ কাজ করছে।
এরআগেও গতবছরে এমন ঘটনা এশিয়াসহ সারাবিশ্বেই ঘটেছিল। যদিও ওই সময়ে ১৫ মিনিট পর আবারও সার্ভার ঠিক হয়েছিল।