অন্যের নামে ঋণ তুলে নিয়ে কয়েক লাখ টাকার প্রতারণা করে এক স্ত্রী পালিয়ে যাওয়ায় ভুক্তভোগীরা তাকে না পেয়ে তার স্বামীকে মারধর করেছে।
গত রবিবার ভারতের পশ্চিমবঙ্গের দুর্গাপুরে এ ঘটনাটি ঘটেছে।
এ ঘটনার বিষয়ে হিন্দুস্তান টাইমস জানায়, দুর্গাপুরের বাসিন্দা অপর্ণা দাঁ-র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ রয়েছে। রবিবার ভুক্তভোগীরা অপর্ণার বাড়িতে ঢুকে ভাঙচুর চালায়। মারধর করা প্রতারকের স্বামী ও শাশুড়িকেও। ভেঙে ফেলা হয় ঘরের জানলা, দরজা ও মোটরবাইক।
এদিকে প্রতারিতরা অভিযোগ করে জানায়, সরকারি ঋণ পাইয়ে দেওয়ার নাম করে দীর্ঘ দিন ধরেই প্রতারণা চক্র ফেঁদে বসেছিলেন অপর্ণা। বিভিন্ন মানুষের কাছ থেকে সই জাল করে নথিপত্র তৈরি করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত কেউই সরকারি টাকা পাননি।
প্রতারিতদের আরও অভিযোগ, সব নথিপত্র আটকে রেখেছিলেন অপর্ণা। অন্যের নাম করে তোলা সেই ঋণ নিজেই হাতিয়েছিলেন। সুদও দিচ্ছিলেন।
এদিকে কয়েকমাস পর থেকে ঋণের সুদ দিতে না পারায় পালিয়ে যান তিনি। এরপরই যাদের নামে ঋণ তোলা হয়েছিলো তাদের বাড়িতে ব্যাংকের লোকজন হাজির হন। এতে ঋণ না নিয়েও বিপদে পড়েন বেশ কয়েকজন।
এ বিষয়ে অপর্ণার স্বামী বলেন, আমার স্ত্রীর একটি বন্ধুদের দল ছিল। তারা ভাগাভাগি করে এই টাকা হাতিয়েছেন। আমার স্ত্রী বেশিরভাগটা নিয়েছে। কিন্তু সে পালিয়ে গেছে। আমি যোগাযোগ করার চেষ্টা করে দেখেছি, ফোন বন্ধ।
রেজাউল করিম / একটিভ নিউজ
আপনার মতামত লিখুন :