রাস্তার মাঝেই হঠাৎ দানবীয় গর্তের সৃষ্টি। সেই গর্তেই তলিয়ে গেছে চলন্ত এক গাড়ি। এ ঘটনার একটি দৃশ্যের ভিডিও এরইমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
গতকাল সোমবার বিকেল পাঁচটায় ভারতের রাজধানী নয়া দিল্লির দ্বারকার অতুল্য চকে এই ঘটনা ঘটেছে।
ওই গাড়িটি দিল্লি ট্রাফিক পুলিশের একজন কনস্টেবলের ছিল বলে জানা গেছে। এদিকে ঘটনার পর তাকে অক্ষত অবস্থায় গাড়ি থেকে উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
এরপর হাইড্রো ক্রেনের সাহায্যে গাড়িটি উপরে তোলা হয়।
এদিকে এ ঘটনায় এরইমধ্যে তদন্ত শুরু হয়েছে। ভারতের বিভিন্ন জায়গায় কয়েকদিন ধরেই ভারি বৃষ্টি হওয়ার কারণে এই ঘটনা ঘটেছে কী না তা খতিয়ে দেখা হচ্ছে।
রেজাউল করিম / একটিভ নিউজ
আপনার মতামত লিখুন :