ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে প্রবল বৃষ্টিপাতের ফলে ভূমিধসে ৩৬ জন নিহত হয়েছেন। সেইসাথে বৃষ্টিপাত পরবর্তী বন্যায় হাজারও মানুষ আটকা পড়েছেন।
মহারাষ্ট্রের কঙ্কন অঞ্চলের রায়গড় জেলায় এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।
এ বিষয়ে সংবাদমাধ্যমটি জানায়, প্রবল বৃষ্টিপাতের পর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত রায়গড় জেলাটি মুম্বাই থেকে ৭০ কিলোমিটার দূরে অবস্থিত। দুর্যোগে আটকে পড়া মানুষকে উদ্ধারে কাজে লাগানো হচ্ছে হেলিকপ্টার।
সংবাদমাধ্যমটি আরও জানায়, বন্যা ও ভূমিধসের কারণে আটকে পড়া মানুষকে বাড়ির ছাদ বা আশপাশের উচু স্থানে অবস্থান নিতে বলা হয়েছে। হেলিকপ্টার থেকে তাদেরকে চিহ্নিত ও উদ্ধারের জন্য এই আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন।
আরো পড়ুন: ভারতে কমেছে মৃত্যু ও সংক্রমণ
প্রসঙ্গত, প্রতি বছরই বৃষ্টিতে এমন পরিস্থিতির শিকার হন মহারাষ্ট্রের বাসিন্দারা। এতে রাজ্যটির একাধিক জেলার রাস্তাঘাট, ঘর-বাড়ি পানির নিচে চলে যায়। এবারও বর্ষার শুরুতেই ভয়াবহ সংকটে পড়েছে মহারাষ্ট্রের একাধিক জেলা। সর্বশেষ মুম্বাই থেকে ৭০ কিলোমিটার দূরে রায়গড়ের তিনটি আলাদা এলাকায় ভূমিধসে প্রাণ গেছে অন্তত ৩৬ জনের।
জানা গেছে, ভূমিধসে নিহতদের মধ্যে ৩২ জনকে তালাই থেকে এবং বাকি চারজনের মরদেহ শখর সুতা ওয়াদি এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এছাড়াও ধসে এখনও প্রায় ৩০ জন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করছেন রায়গড়ের জেলা কালেক্টর নিধি চৌধুরী।
এদিকে ভারতীয় নৌবাহিনীর দু’টি ইউনিট, ১২টি স্থানীয় উদ্ধারকারী দল, উপকূলরক্ষীদের দু’টি দল এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) তিনটি দল ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে।
রেজাউল করিম / একটিভ নিউজ
আপনার মতামত লিখুন :