×
  • ঢাকা
  • সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩, ২৬ অগ্রহায়ণ ১৪৩০
Active News 24

বাংলাদেশ-ভারত সীমান্তে হামলা : বিএসএফের ২ জওয়ান নিহত


একটিভ নিউজ প্রকাশিত: আগস্ট ৩, ২০২১, ০৭:৫৮ পিএম বাংলাদেশ-ভারত সীমান্তে হামলা : বিএসএফের ২ জওয়ান নিহত
সংগৃহীত

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার বাংলাদেশ সীমান্তের কাছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অব ত্রিপুরার (এনএলএফটি) হামলার ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) দুই জওয়ান নিহত হয়েছেন। 

ত্রিপুরার বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সীমান্তের কাছে আজ মঙ্গলবার টহলের সময় এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনার বিষয়ে বিএসএফ জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে ত্রিপুরার ঢালাই জেলার সীমান্তে অতর্কিত ওই হামলা হয়। নিহত দু’জনের মধ্যে বিএসএফের একজন উপ-পরিদর্শক আছেন। পরে চাওমানু পুলিশ স্টেশনের আওতাধীন আর সি নাথ সীমান্ত চৌরি কাছে এনএলএফটির সদস্যদের সঙ্গে আইনশৃঙ্খলাবাহিনীর সংঘর্ষ হয়। 

এ বিষয়ে বিএসএফের একজন মুখপাত্র বলেছেন, তীব্র লড়াইয়ের সময় বিএসএফের উপ-পরিদর্শক ভুরু সিং এবং কনস্টেবল রাজ কুমার মারাত্মক আহত হন এবং পরে মারা যান তারা।

এদিকে সংঘর্ষের স্থানে রক্তের দাগ মিলেছে বিধায় বিদ্রোহীরাও আহত হয়েছেন বলে ধারণা করছেন বিএসএফের ওই মুখপাত্র। 

তিনি এ বিষয়ে বলেন, ‘আমাদের উভয় শহীদ জওয়ান আঘাতের কাছে হেরে যাওয়ার আগে পর্যন্ত বীরত্বের সাথে লড়াই করেছেন।’

এদিকে বিষয়টি নিয়ে বিএসএফের কর্মকর্তারা বলেছেন, নিহত দুই জওয়ানের অস্ত্র সন্ত্রাসীরা ছিনিয়ে নিয়েছে। ত্রিপুরার বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী গোষ্ঠী ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অব ত্রিপুরাকে (এনএলএফটি) নিষিদ্ধ ঘোষণা করেছে ভারত।

রেজাউল করিম / একটিভ নিউজ