কাবুলের নিয়ন্ত্রণ তালেবানের হাতে যাওয়ার পর থেকেই ভয়ে দেশ ছাড়ছেন দেশটির হাজার হাজার মানুষ। দেশ ছাড়তে বিমানবন্দরে ভিড় করছেন তারা। এদিকে বিশৃঙ্খলা এড়াতে মার্কিন বাহিনী ফাঁকা গুলি ছুঁড়ে। সেখানে গোলাগুলিতে ৫ জন নিহত হওয়ার খবর জানা গেছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
কাবুল বিমানবন্দরের ভেতরে আজ সোমবার এ ঘটনা ঘটে।
এ ঘটনার বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, সেখানে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। তবে এখনও পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি আসলে কি ঘটেছিল।
তবে মার্কিন সেনারা তাদের সামরিক বিমানে শুধু দূতাবাস কর্মীদের জায়গা দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
প্রসঙ্গত, গতকাল রোববার দিনব্যাপী উত্তেজনার মধ্য দিয়ে আফগানিস্তানের ক্ষমতা দখলে নেয় তালেবান। এরপর থেকেই ভয় আর আতঙ্কে দেশের মাটি ছাড়ছেন আফগানরা।
রেজাউল করিম / একটিভ নিউজ
আপনার মতামত লিখুন :