আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানের হাতে চলে যাওয়ার পরপরই চীন জানালো, তারা তালেবানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক আরও গভীর করতে প্রস্তুত।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা আজ সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তালেবানের সঙ্গে বেইজিংয়ের সম্পর্কের বিষয়ে এই মন্তব্য করেছেন।
এসময় মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং এ বিষয়ে বলেন, স্বাধীনভাবে নিজেদের ভাগ্য নির্ধারণে আফগান জনগণের অধিকারকে সম্মান জানায় চীন। তারা আফগানিস্তানের সাথে বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক অব্যাহত রাখতে ইচ্ছুক।
প্রসঙ্গত, একের পর এক প্রাদেশিক শহর দখলের পর রোববার দেশটির রাজধানী কাবুলে প্রবেশ করেছে তালেবান। তালেবানের আগ্রাসী অভিযানের মুখে দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনি মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্যসহ দেশ ছেড়ে তাজিকিস্তানে গেছেন। সেখান থেকে ফেসবুকে দেওয়া এক পোস্টে গনি বলেছেন, রক্তপাত এড়াতে তিনি দেশ ছেড়েছেন।
রেজাউল করিম / একটিভ নিউজ
আপনার মতামত লিখুন :