×
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯
Active News 24

আফগানিস্তান থেকে ফিরলেন আরও ১১০০ মার্কিন নাগরিক


একটিভ নিউজ প্রকাশিত: আগস্ট ১৮, ২০২১, ১২:০৮ পিএম আফগানিস্তান থেকে ফিরলেন আরও ১১০০ মার্কিন নাগরিক
সংগৃহীত

তালেবান বাহিনী আফগানিস্তান দখল করার পর থেকেই দেশটি থেকে মার্কিন নাগরিকদের উদ্ধার কার্যক্রম চলছিল। এবার সেখান থেকে আরও ১ হাজার ১০০ জনের বেশি মার্কিন নাগরিককে আমেরিকায় ফিরিয়ে নেওয়া হয়েছে। 

আজ মঙ্গলবার ১৩টি সামরিক উড়োজাহাজে করে তাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়া হয়েছে বলে জানায় বিবিসি।

এ নিয়ে এখন পর্যন্ত মোট ৩ হাজার ২০০ জনের বেশি মার্কিনকে ফিরিয়ে নেওয়া হয়েছে। সেইসাথে আফগানিস্তানে তালেবানের হামলার ঝুঁকিতে রয়েছে—এমন প্রায় দুই হাজার আফগানকেও যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত রোববার তালেবান কাবুল দখল করার পর থেকেই তড়িঘড়ি করেই নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিচ্ছে বাইডেন সরকার। 

রেজাউল করিম / একটিভ নিউজ