×
  • ঢাকা
  • মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ৬ চৈত্র ১৪২৯
Active News 24

আফগান ইস্যু: পুতিনকে যা বললেন ইমরান খান


একটিভ নিউজ প্রকাশিত: আগস্ট ২৬, ২০২১, ০১:২৫ পিএম আফগান ইস্যু: পুতিনকে যা বললেন ইমরান খান
সংগৃহীত

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে আফগানিস্তানের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতর গতকাল বুধবার দুই নেতার মধ্যে এ ফোনালাপের কথা জানিয়েছে। দফতরটি জানায়- ফোনালাপে আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন তারা। 

এসময় ইমরান খান পুতিনকে বলেন, আফগান জনগণের নিরাপত্তা এবং অধিকারের সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সমঝোতাই সর্বোত্তম পথ। আন্তর্জাতিক সম্প্রদায়কেও আফগানিস্তানের জনগণের প্রতি ইতিবাচক ভূমিকা পালন করতে হবে, যাতে তারা নিজেদের মানবিক চাহিদা এবং খাদ্য-পুষ্টির ব্যবস্থা করতে পারে।

ইমরান খান আরও বলেন, একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও স্থিতিশীল আফগানিস্তান পাকিস্তানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আঞ্চলিক স্থিতিশীলতার জন্যও এটি তাৎপর্যপূর্ণ।

প্রসঙ্গত, এর আগে চীনের প্রেসিডেন্ট শি জিন পিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। 

রেজাউল করিম / একটিভ নিউজ