×
  • ঢাকা
  • রবিবার, ২৬ মার্চ, ২০২৩, ১২ চৈত্র ১৪২৯
Active News 24

কাবুলে আত্মঘাতী হামলা, নিহত অন্তত ১৩


একটিভ নিউজ প্রকাশিত: আগস্ট ২৬, ২০২১, ০৮:৫৭ পিএম কাবুলে আত্মঘাতী হামলা, নিহত অন্তত ১৩
সংগৃহীত

আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে ভয়াবহ এক বিস্ফোরণের ঘটনায় শিশুসহ অন্তত ১৩ জনের প্রাণহানি ঘটেছে। 

আজ বৃহস্পতিবার অন্তত দুই আত্মঘাতী বোমা হামলাকারী কাবুল বিমানবন্দরে বিস্ফোরণ ঘটিয়েছে বলে নিশ্চিত করেছে তালেবান।

যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা এ বিষয়ে রয়টার্সকে জানিয়েছেন, দুইজন আত্মঘাতী বোমা হামলাকারী এই বিস্ফোরণ ঘটিয়েছে। 

এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণের বিষয়টি এরই মধ্যে প্রেসিডেন্ট জো বাইডেনকে জানানো হয়েছে।

এ বিষয়ে বিবিসি জানায়, বিমানবন্দরের অ্যাবে গেটের প্রবেশদ্বারে বিস্ফোরণটি ঘটেছে। সন্ত্রাসী হামলার হুমকির কারণে সতর্কতার কারণে বন্ধ করে দেওয়া তিনটি গেটের একটি অ্যাবে গেট। দেশ ছাড়তে মরিয়া হাজারো আফগান এখানে অবস্থান করছেন।

রেজাউল করিম / একটিভ নিউজ