নারী স্বাস্থ্যকর্মীদের কাজে ফেরার আহ্বান জানিয়েছে তালেবান।
বিষয়টি নিশ্চিত করে রয়টার্স জানায়, গতকাল শুক্রবার তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এ আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে জাবিউল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে বলেন, ইসলামি আমিরাতের জনস্বাস্থ্য মন্ত্রণালয় কেন্দ্র ও প্রদেশের সব নারী কর্মীকে তাদের কর্মক্ষেত্রে নিয়মিত উপস্থিত থাকার পরামর্শ দিচ্ছে।
বিবৃতিতে বলা হয়, নারী কর্মীরা ইসলামি আমিরাতের কাছ থেকে তাদের দায়িত্ব পালনে কোনো বাধার সম্মুখীন হবেন না।
প্রসঙ্গত, এর আগে গত ১৫ আগস্ট তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে দেশটি থেকে বহু প্রশিক্ষিত এবং শিক্ষিত আফগান দেশ ছেড়ে পালালে চাপে পড়ে দেশটির বিভিন্ন মন্ত্রণালয়।
রেজাউল করিম / একটিভ নিউজ
আপনার মতামত লিখুন :