আফগানিস্তানের কাবুল বিমানবন্দরের কাছে একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
আফগানিস্তানের সদ্য ক্ষমতাচ্যূত সরকারের এক নিরাপত্তাকর্মী এ বিষয়ে বার্তা সংস্থা এএফপিকে জানান, সেখানে একটি রকেট হামলা চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এর আগে কাবুল বিমানবন্দরে আবারো বড় ধরনের সন্ত্রাসী হামলা হতে পারে বলে হুশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
সেসময় বাইডেন জানিয়েছিলেন, রোববারই এ হামলা হতে পারে বলে মার্কিন সামরিক কমান্ডাররা আমাকে জানিয়েছেন।
এদিকে সুনির্দিষ্ট হুমকি থাকায় মার্কিন নাগরিকদের ওই এলাকা এড়িয়ে চলার জন্য সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।
প্রসঙ্গত, এর আগে বিমানবন্দরের কাছে আত্মঘাতী বোমা হামলায় ১৩ মার্কিন সেনাসহ বৃহস্পতিবার অন্তত ১৭০ জনের মৃত্যু হয়েছে।
রেজাউল করিম / একটিভ নিউজ
আপনার মতামত লিখুন :