তালেবানের নতুন সরকারে বিভিন্ন পক্ষকে অন্তর্ভুক্ত করা হবে এবং সেই সরকারে নারীরও ভূমিকা থাকবে বলে জানিয়েছেন কাতারে তালেবানের রাজনৈতিক দপ্তরের উপ-প্রধান শের আব্বাস স্তানেকযাই।
এ তথ্য নিশ্চিত করে তিনি বিবিসি পশতু বিভাগকে বলেন, নারীর ভূমিকা থাকলেও সরকারের মন্ত্রী পর্যায়ে কোন নারী থাকবেন না।
তিনি আরো বলেন, গত বিশ বছরে আমেরিকান সমর্থনপুষ্ট সরকারে কাজ করা কোন নারীকে তালেবান সরকারে অন্তর্ভুক্ত করা হবে না।
শের আব্বাস স্তানেকযাই আরও বলেছেন, আগামী দুই দিনের মধ্যে কাবুল বিমানবন্দর খুলে দেয়া হবে।
এদিকে বিবিসির দক্ষিণ এশিয়া সংবাদদাতা রাজিনি ভৈদ্যনাথন বলেন, সমালোচকরা মনে করছেন দেশটির বাস্তব পরিস্থিতির মধ্যে তালেবান রাজনীতিকদের বক্তব্যের প্রতিফলন দেখা যাচ্ছে না।
তারা বলছেন, তালেবান তাদের এই বিজয়কে আফগানিস্তানে এক নতুন যুগের সূচনা হিসাবে দেখলেও বাস্তবে ভিন্নমতাবলম্বীরা এখনও হামলার শিকার হচ্ছেন এবং নারী ও কিশোরীদের মৌলিক অধিকারগুলোকে মর্যাদা দেয়া হচ্ছে না।
রেজাউল করিম / একটিভ নিউজ
আপনার মতামত লিখুন :